মিথুন রাশির জাতক বা জাতিকা, নিচে দেয়া সকল টোটকার মধ্যে আপনাদের সমর্থ মতো কয়েকটিটোটকা প্রয়োগ করলে জীবন সুন্দর ও সমস্যা হীন হবে। নিচে দেয়া টোটকা গুলি লক্ষ করুন।
১) প্রতি শনি ও মঙ্গলবার আমিষ জাতীয় খাবার খাবেন না বা বর্জন করুন।
২) বস্তু বাড়িতে মাছ পুষবেন না ও যেকোনো পূর্ণিমা দিন একটি জীবিত মাছ জলে ছেড়ে দিন।
৩) নিজের দাঁত ফিটকারী দ্বারা পরিষ্কার করুন।
৪) কোনো পশু পাখিকে ঘরে পুষবেন না ও তাদের মুক্ত করুন।
৫) কোনো মান্দিতে বৃহস্পতিবার আতপ চাল সাথে দুধ দান করুন।
৬) মাতা বা মাতৃস্থানীয় বা কালিমাতার পূজা করুন সাথে কুমারী পূজা করুন জীবন সুন্দর হবে।
৭) সোমবার নিজের ছাদে বা বাড়ির উঠানে ভেজা মুগডাল পায়রা বা কবুতর কে খাওয়ান।
৮) যেকোনো দারিদ্র লোক যে নিজের চিকিৎসা করতে পারছে না , তাকে অর্থ দিয়ে ও ওষুধ দিয়ে সেবা করুন।
৯) পায়রা , ছাগল ও ভেড়া নিজের বস্তু বাড়িতে বান্ধি করে রাখবেন না , উপরন্তু তাদের মুক্ত করুন।
১০) প্রতি দিন সকালে সূর্য পূজা করুন সাথে আশীর্বাদ নিন।
১১) বস্তু বাড়িতে শিব লিঙ্গম প্রতিষ্ঠা করুন সাথে যদি আপনি কোনো গুরুর দীক্ষিত হন তবে তাকে সেবা করুন , জীবন পাল্টে যাবে।
১২) বস্তু বাড়িতে পূর্ব দিকে মানিপ্লান্ট গাছ লাগান।
১৩) পশুর চামড়া দ্বারা তৈরী বেল্ট ব্যবহার করবেন না।
১৪) বাহাতে মধ্যমা আঙুলে রুপোর আংটি ধারণ করুন বা গলায় একটি রুপোর চেন ধারণ করুন।
১৫) আপনার বিবাহ আপনার জন্ম স্থানের উত্তর দিকে করবেন না মানে উত্তর দিকে বিবাহ সমন্ধে ঠিক করবেন না।
১৬) যেকোনো পূর্ণিমার দিন একটি মাটির পাত্রে দুধ ভোরে কোনো ফাঁকা সুনসান জায়গায় পুঁতে দিয়ে আসুন।
১৭) কোনো শনিবার সবুজ রঙের বোতলে গঙ্গাজল ভোরে কোনো নির্জন স্থানে রেখে দিয়ে আসুন বা পুঁতে দিয়ে আসুন।
*** মিথুন রাশির জাতক বা জাতিকারা এই টোটকা গুলি প্রয়োগ করলে উপকার পাবেন। সাথে এই পোস্টটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই পোষ্টটি আপনার বন্ধু ও আত্মীয়া
দের সাথে শেয়ার করুন।
No comments:
Post a Comment