সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্যে কিছু চমৎকারী টোটকা দেয়া হলো। এই টোটকা গুলি সঠিক ভাবে প্রয়োগ করলে মানব জীবন থেকে বিভিন্ন ধরনের সমস্যা কেটেবেরিয়ে যাবে। চলুন জানা যাক টোটকা গুলি।
১) বস্তু বাড়িতে বা দিকে যে ঘর থাকবে সেই ঘর বেশিক্ষণ অন্ধকার করে রাখবেন।
২) বাড়িতে একটি টিউবকল বা হ্যান্ডপাম্প ব্যবহার করবেন।
৩) যেকোনো সোমবার বা শনিবার চাল, রুপোর টুকরো, দুধ ও আলু দান করুন এবং কোনো দিনও কারো থেকে বিনা মূল্যে কিছু নেবেন না।
৪) আখরোট ও নারকেল তেল কোনো ধর্ম স্থানে দান করুন।
৫) মা অথবা বড়ো দিদিকে সেবা করুন ও তাদের থেকে আশীর্বাদ প্রাপ্ত করুন।
৬) যারা চোখে দেখতে পারে না মনে অন্ধ লোককে প্রতি মঙ্গলবার খাবার খাওয়া।
৭) প্রতি মঙ্গলবার ও শনিবার মদ ও মাংস খাবেন না।
৮) তামার পয়সা একটি খাকি রঙের কাপড়ের মধ্যে রেখে সেটি নিজের পকেটে বা আলমারিতে রেখে দিন।
৯) অন্য কারো ক্ষতি কোনো দিনও করবেন না বা চাইবেন না। সাথে সব সময় সত্যি কথা বলতে হবে।
১০) আপনি যদি কাউকে কথা দিয়ে থাকেন সেই কথা রাখবার চেষ্টা করুন।
১১) সকলের সাথে কথা বা কাজ করার সময় ভদ্রতা বজায় রাখুন সাথে নিজের ভাবমূর্তি ঠিক রাখুন।
১২) শালা, জামাই ও ভাগ্নের সাথে সৎ ভাব বজায় রাখুন ও তাদের সাহায্য করুন।
১৩) যেকোনো একটি রুপোর পাত্রে খাবার খান ও রুপোর চেন গলায় ধারণ করুন।
১৪) একটি রুপোর ঢৌকো পয়সা কোনো নির্জন স্থানে পুঁতে দিয়ে আসুন। জীবনে সমস্যা আর থাকবে না।
১৫) রাতে উনোন বা গ্যাস নেভানোর আগে কাচা দুধে ছেটান সেই আগুনে।
১৬) যে গরুর মাথায় সিং নেই ওkকালো সেই গরুকে প্রতিদিন খাবার দিন।
১৭) কোনো শুভ কাজ শুরু করার আগে সবাইকে মিষ্টি মুখ করাবেনা সাথে নিজেও খাবেন।
১৮) জ্বলন্ত আগুনে নিজের হাতে বানানো রুটি দান করুন।
*** যে টোটকা গুলি দেয়া হলো তা সঠিক ভাবে পালন করার চেষ্টা করুন। যদি এই টোটকা দ্বারা কার্য সফল না হয় তাহলে এক অভিজ্ঞ জ্যোতিষর পরামর্শ নিন।
No comments:
Post a Comment