বৃষ রাশির লোকেদের জন্যে কিছু চমৎকারী টোটকা তুলে ধরা হয়েছে এই ব্লগে। এই টোটকা গুলি বৃষ রাশির ব্যক্তিরা সঠিক ভাবে প্রয়োগ করলে জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
১) কোনোদিনো পরের স্ত্রীকে বাজে নজরে দেখবেন না। ২) অতিরিক্ত কামনা ও বাসনা ত্যাগ করতে হবে।
৩) যেকোনো মন্দিরে বৃহস্পতিবার মুগডাল দান করতে হবে।
৪) জৈষ্ঠ মাসের শেষ শুক্রবার একটি কালো গরু কোনো মন্দিরে বা কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন।
৫) যেকোনো শনিবার শনি ও কালী মন্দিরে কালো সর্ষে ও তিলের তেল দান করুন।
৬) শনিবার সন্ধ্যা বেলায় স্ত্রীকে দিয়ে একটি নীল ফুল বা শনি দেবের রত্ন মাটির নিচে পুতিয়ে দেয়াতে হবে।
৭) প্রতি দিন গণেশের ছবি ও মূর্তি সামনে ঘি-এর প্রদীপ প্রতিদিন জ্বালান।
৮) নিজের স্ত্রীকে দিয়ে প্রতিদিন কিছু দান করান।
৯) প্রতি শুক্রবার উপবাস করলে এই রাশির লোকেরা শুভ ফল পাবেন।
১০) যেকোনো বৃহস্পতিবার কাঁচা দুধ, দই, ঘি এবং কর্পূর যে কোন ধর্মীয় স্থানে দান করুন।
১১) সাদা কোনো পাথর বা মুনস্টোন ধারণ করতে হবে।
১২) সব সময় জমা কাপড়ে সুগন্ধি বা বডিস্প্রে ব্যবহার করুন।
১৩) সব সময় পরিষ্কার ধোয়া জমা কাপড় বা নতুন জামা কাপড় ব্যবহার করবেন।
১৪) বছরের প্রথম বা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নতুন জুতো বা নতুন চটি কিনবেন না।
১৫) হাতে রুপোর বা সাদা সোনার আংটি বা গলায় চেন ধারণ করুন, দেখবেন উপকার পাবেন।
১৬) একটি ছোট্ট কৌটোতে এক মুঠো চাল ও এক টি রুপোর পয়সা রেখে সেটিকে ক্যাশ বক্সে রেখে দিন দেখবেন আপনার টাকা কোনো দিনও কমবে না।
১৭) যেকোনো পূর্ণিমা দিন রাতে একটি রুপোর টুকরো সাথে দুটি যেকোনো ফল নীম গাছের নিচে পুতে রেখে দিতে হবে। এরফলে এই রাশির লোকেদের জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
*** উপরি লিখিত প্রতিকার গুলি সঠিক ভাবে মানলে নিশ্চিত উপকার পাবেন এই রাশির লোকেরা... যদি এই প্রতিকার প্রয়োগের পরে সমস্যা না কমে তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।
১) কোনোদিনো পরের স্ত্রীকে বাজে নজরে দেখবেন না। ২) অতিরিক্ত কামনা ও বাসনা ত্যাগ করতে হবে।
৩) যেকোনো মন্দিরে বৃহস্পতিবার মুগডাল দান করতে হবে।
৪) জৈষ্ঠ মাসের শেষ শুক্রবার একটি কালো গরু কোনো মন্দিরে বা কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন।
৫) যেকোনো শনিবার শনি ও কালী মন্দিরে কালো সর্ষে ও তিলের তেল দান করুন।
৬) শনিবার সন্ধ্যা বেলায় স্ত্রীকে দিয়ে একটি নীল ফুল বা শনি দেবের রত্ন মাটির নিচে পুতিয়ে দেয়াতে হবে।
৭) প্রতি দিন গণেশের ছবি ও মূর্তি সামনে ঘি-এর প্রদীপ প্রতিদিন জ্বালান।
৮) নিজের স্ত্রীকে দিয়ে প্রতিদিন কিছু দান করান।
৯) প্রতি শুক্রবার উপবাস করলে এই রাশির লোকেরা শুভ ফল পাবেন।
১০) যেকোনো বৃহস্পতিবার কাঁচা দুধ, দই, ঘি এবং কর্পূর যে কোন ধর্মীয় স্থানে দান করুন।
১১) সাদা কোনো পাথর বা মুনস্টোন ধারণ করতে হবে।
১২) সব সময় জমা কাপড়ে সুগন্ধি বা বডিস্প্রে ব্যবহার করুন।
১৩) সব সময় পরিষ্কার ধোয়া জমা কাপড় বা নতুন জামা কাপড় ব্যবহার করবেন।
১৪) বছরের প্রথম বা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে নতুন জুতো বা নতুন চটি কিনবেন না।
১৫) হাতে রুপোর বা সাদা সোনার আংটি বা গলায় চেন ধারণ করুন, দেখবেন উপকার পাবেন।
১৬) একটি ছোট্ট কৌটোতে এক মুঠো চাল ও এক টি রুপোর পয়সা রেখে সেটিকে ক্যাশ বক্সে রেখে দিন দেখবেন আপনার টাকা কোনো দিনও কমবে না।
১৭) যেকোনো পূর্ণিমা দিন রাতে একটি রুপোর টুকরো সাথে দুটি যেকোনো ফল নীম গাছের নিচে পুতে রেখে দিতে হবে। এরফলে এই রাশির লোকেদের জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
*** উপরি লিখিত প্রতিকার গুলি সঠিক ভাবে মানলে নিশ্চিত উপকার পাবেন এই রাশির লোকেরা... যদি এই প্রতিকার প্রয়োগের পরে সমস্যা না কমে তাহলে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন।
No comments:
Post a Comment